এবছর (২০১৭) সালে এন.বি.আর কর্তৃক জেলায় সেরা ও সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের স্বনামধণ্য ব্যবসা প্রতিষ্ঠান “এরফান গ্রুপ” এর চেয়ারম্যান ও সহযোগী প্রতিষ্ঠান মেসার্স রাজু অটো রাইস মিল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব মোঃ এরফান আলী। তিনি ২০১৬, সালেও জেলায় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন এবং ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে আবারও এন.বি.আর কর্তৃক সেরা ও সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন। আগামী ৩০ নভেম্বর ২০১৭ ইং তারিখ রাজশাহীতে এন.বি.আর এর পক্ষ থেকে সেরা করদাতা হিসাবে পুরস্কৃত করা হবে তাঁকে। এদিকে, বুধবার সকালে কর মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এরফান গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এরফান আলী বলেন, পদ্মা সেতু নির্মাণ থেকে বিশ্ব ব্যাংক যখন সরে যায়, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বভরেই নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে পদ্মা সেতু দৃশ্যমান। সেই টাকা বাংলাদেশের মানুষই দিয়েছে এবং দিচ্ছে। বেশী বেশী আয়কর প্রদানের আহবান জানিয়ে তিনি আরও বলেন, আয়কর দিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে আমাদের। দেশের যত উন্নয়ন হবে, বাংলাদেশের ভাবমুর্তিও বৃদ্ধি পাবে বিশ্বের কাছে। তিনি করদাতাদের সুবিদার্থে সোনালী ব্যাংকে একটি আলাদা বুথ স্থাপনের অনুরোধ জানান। জেলায় এবছর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত সর্বোচ্চ করদাতা এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এরফান আলী “দৈনিক চাঁপাই দর্পণ” এর সম্মানিত প্রধান উপদেষ্টা। জেলায় এবছর সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় এরফান গ্রুপের চেয়ারম্যান ও “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব এরফান আলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও ‘দর্পণ’ পরিবারের পক্ষ থেকে “দৈনিক চাঁপাই দর্পণ” এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।
স্টাফ রিপোর্টার/ চাঁপাই দর্পণ