কাগজ প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় চাল, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীয় একটি কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলী, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, অর্থ উপদেষ্টা মনির উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-রিটেল) এনায়েত হোসেন খান, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-হোলসেল) জিয়াউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রায় ১২০০ হোলসেলার, ২৫০ ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিক্রয়ের ভিত্তিতে ৮টি ক্যাটাগরিতে ৭৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী খুরশীদ আলম ও আঁখি আলমগীর মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।