২ ফেব্রুয়ারি ২০২৫, এরফান গ্রুপের সাথে ইবনে সিনা ট্রাষ্ট এর দ্বিপাক্ষিয় চুক্তি সম্পন্ন হয়।

২ ফেব্রুয়ারি ২০২৫, এরফান গ্রুপের সাথে ইবনে সিনা ট্রাষ্ট এর দ্বিপাক্ষিয় চুক্তি সম্পন্ন হয়।

২ ফেব্রুয়ারি ২০২৫, এরফান গ্রুপের সাথে ইবনে সিনা ট্রাষ্ট এর দ্বিপাক্ষিয় চুক্তি সম্পন্ন হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এরফান গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোঃ মাহমুদুর রহমান বুলবুল, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) জনাব মোঃ জিয়াউর রহমান, ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) জনাব আরিফ হাসান, ম্যানেজার (একাউন্টস) জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ সহ এরফান গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তাছাড়া, ইবনে সিনা ট্রাষ্ট এর পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট উইং ইনচার্জ মোঃ হাদিউল করিম খান, সিনিয়র অফিসার আতাউল্লাহ তমাল, অফিসার রাকিব উদ্দিন চৌধুরী এবং অফিসার বিপ্লব হোসেন।
 
On February 2, 2025, a bilateral agreement was signed between Erfan Group and Ibn Sina Trust. The signing ceremony was attended by Mohammad Mahmudur Rahman Bulbul, Deputy General Manager (Sales & Marketing), Mohammad Ziaur Rahman, Assistant General Manager (Sales & Marketing), Arif Hasan, Manager (HR & Admin), Mohammad Masud Parvez, Manager (Accounts), along with other officials from Erfan Group. On behalf of Ibn Sina Trust, the ceremony was attended by Mohammad Hadiul Karim Khan, Corporate Wing In-Charge, Senior Officer Ataullah Tamal, Officer Rakib Uddin Chowdhury, and Officer Bipul Hossain.